খালেদ হোসেন টাপু, রামু: বৃষ্টি কাদা গরম উপেক্ষা করেই জমজমাট কক্সবাজার পৌর নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই নারিকেল গাছ মার্কার সমর্থন ও গণজোয়ার সৃষ্টি হচ্ছে।
এদিকে নারিকেল গাছ মার্কার সমর্থনে মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ'র সহধর্মিনি জোসনা হক, হক শনের একমাত্র কন্যা তাহমিনা নুসরাত জাহান লুনা, জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহধর্মিনী আমেনা হক রুবি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের সহধর্মিনী ইফতি হক প্রতিটি পাড়া মহল্লার অলিগলিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, আবেগময় বক্তব্য এবং নারিকেল গাছ মার্কার লিফলেট বিতরণে ইতিমধ্যে এক চমক সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার শহরের লাইট হাউজসহ বিভিন্ন এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা এবং লিফলেট বিতরণ করেন হকশনের পুত্রবধূ ও কন্যাসহ নারিকেল গাছ মার্কার কর্মী সমর্থকরা। হকশনের পুত্রবধূ ও কন্যা যেখানে যাচ্ছেন সেখানে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন।
এমআই