মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইটাইল ইউনিয়নের রানাগাছা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৫৫), সদর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবাহান আলীর ছেলে জয়নাল (৪২), ফয়েজ উদ্দিনের ছেলে অটোরিকশা চালক সাহেদ আলী (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা নুরুন্দি থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। রানাগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন নিহত ও তিনজন আহত হন।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, রানাগাছা গ্রামের আহেদ আলীর ছেলে হানিফ (৫৮), শফিকুল (৫৫), মৃত হাসমত ফারাজির ছেলে খলিল (৬০)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন মৃত্যুর বিষয়টি তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময় জার্নাল/এলআর