সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ (৬৫) নামে এক আওয়ামীলীগ নেতা ও অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে আরশীনগর রেলক্রসিং এ পৃথক দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা তিনবারের সাবেক সভাপতি ও নিহত কিশোরের পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে উঠার সময় পা পিছলে ফাঁকে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে সকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অপরদিকে সকাল ৭ টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
সময় জার্নাল/এলআর