সর্বশেষ সংবাদ
সাক্ষাৎকার
ইবি প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার সহকর্মী ও পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ বাদ আসর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার সরকারী কলেজ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানা যায়, গত মঙ্গলবার (৭ জুন) সকালে গ্রীণ লাইনের একটি বাসে করে ঢাকা যাওয়ার পথে মাগুরার ‘ইছা-খাদা’ নামক স্থানে সড়ক দূর্ঘটনার কবলে পড়েন তিনি। এসময় তিনি ঘাড়ে ও ডান হাতে প্রচন্ড আঘাত পান। আহত অবস্থায় তাকে মাগুরা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলে কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।' তার পারিবারিক সূত্র জানায়, 'আইসিইউতে থাকার ২৪ ঘন্টা পর জ্ঞান ফেরে তার। তখন কথা বলতে না পারলেও সবার দিকে তাকাচ্ছিলেন তিনি। প্রথমদিক থেকে অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল রাত থেকে আবারো তার অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে রাত সোয়া এগারোটায় দিকে তিনি মারা যান।' প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সূচনালগ্ন থেকেই পেশ ইমাম ও কাম খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড. শোয়াইব আহমাদ। এছাড়া এই বিশ্ববিদ্যালয় থেকেই দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন তিনি । তিনি বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রয়াত অধ্যাপক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর সহচর ও আস-সুন্নাহ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ছিলেন। এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল