স্পোর্টস ডেস্ক:
প্যাট কামিন্স যেমনটা বলেছিলেন, ঠিক যেন তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে রান পাহাড়ের নিচে চাপা দিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ভারতের সামনে ৪৪৪ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছে অজিরা। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাও হয়েছে নড়বড়ে। ১০০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিলো তবে দিনের শেষে বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে মিলে কিছুটা স্বস্তি এনে দিয়েছে ভারতকে। কিন্তু শেষ দিনে সেই স্বস্তি ধরে রাখতে পারেনি কোহলিরা প্রথম সেশনের ভিতরে অজিদের বোলিং তোপে ৫ উইকেট বিলিয়ে দেয় তারা। এতেই ২০৯ রানের বিশাল জয় নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ৪৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৭০ রান করেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারত নিজেদের প্রথম ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়ে গেলে দ্বিতীয় ইনিংসে শিরোপা জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রান।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা আর শুভমান গিল শুরুটা করেছিলেন বেশ সাবলীল। রানও তুলছিলেন দুজনে বেশ ভালো গতিতেই। তবে দলীয় ৪১ রানের মাথায় গিয়ে স্কট বোল্যান্ডের বলে স্লিপে থাকান ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গিল। ১৯ বলে ১৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ওপেনার।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে চেতেশ্বর পূজারাকে নিয়েও বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন রোহিত। তবে হঠাৎই ছন্দপতন। ৬০ বলে ৪৩ রান করে দলীয় ৯২ রানের মাথায় নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রোহিত। পরের ওভারেই পূজারাকেও ফেরা অজি অধিনায়ক কামিন্স। ফেরার আগে পূজারা করেন ৪৭ বলে ২৭ রান।
৯৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। সেখান থেকে দলের হাল ধরেন বিরাট কোহলি আর প্রথম ইনিংসে লড়াকু ব্যাটিংয়ে ভারতকে উদ্ধার করা আজিঙ্কা রাহানে। দুজন মিলে অপ্রাজিত ৭১ রানের জুটিতেই স্বস্তি এনে দিয়েছেন দলকে। শেষদিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২৮০ রান।
এমআই