এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের দক্ষিন ঝিলটুলী এলাকার ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ১১টার দিকে কোতয়ালী থানা পুলিশ ফ্ল্যাটের দরজা খুলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা শহিদুলের লাশ উদ্ধার করে।
শহিদুল ইসলামের গ্রামের বাড়ী সালথা উপজেলার কাগদি গ্রামে। শহিদুল ফরিদপুর শহরের নিউ মার্কেটে অবস্থিত একটি পাঞ্জাবীর দোকানে কাজ করতো।
বাড়ীর মালিক সুধির রঞ্জন মালো জানান, গত মে মাসে শহিদুল ও তার স্ত্রী ৩য় তলার ফ্ল্যাটটি ভাড়া নেয়। ৫ জুন তার স্ত্রী পরীক্ষা দিতে বাড়ী চলে গেলে শহিদুল একাই ফ্ল্যাটে থাকতো। রাতে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা পচা দুর্গন্ধ পেয়ে বিষয়টি বাড়ীর মালিককে জানালে শহিদুলকে ফোন করা হয়।
কিন্তু কেউ ফোনটি না ধরায় বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে শহিদুলের লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ফরিদপুরের কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, শহিদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পরই জানা যাবে বলে তিনি জানান।
সময় জার্নাল/এলআর