নিজস্ব প্রতিবেদক:
বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর উপর হামলার ঘটনাকে দুর্ঘটনা ও আকষ্মিক ঘটনা বলে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এ ঘটনা ছাড়া বরিশাল ও খুলনা দুই সিটি নির্বাচনের বাকী সব কিছু সুন্দর বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ফয়জুল করিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুরে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটের সবশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অভিহিত করতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ওই ঘটনা দুর্ঘটনা, আকষ্মিক ঘটনা। ওই ঘটনা ছাড়া বাকী সব কিছু সুন্দর। হামলায় জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
ইসি আহসান হাবিব বলেন, সার্বিকভাবে ভোটের অবস্থা ভালো। ৩০ শতাংশ ভোট হয়েছে। দিন শেষে ৪০ শতাংশ হবে। বরিশালে র্যাব বিজিবিসহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকার কারণে ‘দুস্কৃতিকারীরা’ কারচুপির সুযোগ পাচ্ছে না জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা হ্যাপি। আমরা ফুটেজ দেখছি।
দুই সিটিতে দুপুর পর্যন্ত ৩০ শতাংশের মতো ভোট পড়েছে। দিন শেষে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন এই নির্বাচন কমিশনার।
এমআই