রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

জামালপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি শিক্ষকদের

মঙ্গলবার, জুন ১৩, ২০২৩
জামালপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি শিক্ষকদের

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : 

জামালপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার ৭ উপজেলার কর্মরত শিক্ষকরা।

মঙ্গলবার (১৩জুন) সকালে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খানের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রউফ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম, মেলান্দহ উপজেলার শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আইনুল হক, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক প্রমুখ। 

বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ সরকারি সমস্ত সুযোগ-সুবিধার দাবি জানান। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাধ্যমিক বিদ্যালয়সমূহের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল