সময় জার্নাল প্রতিবেদক:
গত বছর করোনাকালীন সময় নিজ বাসায় আগুনে পুড়ে মারা যাওয়া ডা. রাজিব ভট্টাচার্য্য (নিউরোসার্জারি রেসিডেন্ট এসওএমসি) এর স্ত্রী-সন্তানের পাশে দাঁড়িয়েছেন ৩৩ তম বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন।
১০ মে (মঙ্গলবার) সন্ধায় প্রয়াত ডা রাজীব ভট্টাচার্য্য এর স্ত্রী ডা. অনুসূয়ার হাতে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন ৩৩ তম বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ৩৩ বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের সভাপতি ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ, সাধারণ সম্পাদক ডা. মাহফুজ আলম খান রাতুল, ডা. রুহুল আমিন খান, ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী সহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এসময় প্রয়াত ডা. রাজিব এর স্ত্রী ডা. অনুসূয়ার (ওই দুর্ঘটনায় যার শরীরের ২৫% পুড়ে গিয়েছিল) এবং মেয়ে রাজশ্রীর চিকিৎসা বিষয়ক যে কোন সমস্যা সমাধানে ৩৩ বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন অগ্রণী ভূমিকা রাখবে -এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত চিকিৎসকরা বলেন, আমরা মনে করি, এটি একটি ছোট পদক্ষেপ হলেও চিকিৎসকদের জন্য একটি নবদিগন্তের সূচনা। যেখানে যে কোন চিকিৎসক এর পাশে অন্য চিকিৎসকরা দাঁড়াবে, সাহায্যের হাত বাড়াবে-এই আশাবাদ আমরা সকলে করতেই পারি
সময় জার্নাল/এমআই