মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : করোনাকালীন সময়ে লকডাউনে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনি মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপু।
সেই ধারাবাহিকতায় চলতি লকডাউনেও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। কর্মহীন অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এছাড়া রজমান মাসজুড়ে ইফতারে আগে মুহুর্তে শহরের পথচারীদের ডেকে ডেকে ইফতার করিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন এ যুবলীগ নেতা।
জানা গেছে, দেশে মহামারী করোনার প্রকোপ দেখা দিলে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা শুরু করেন উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপু। শহরের বিভিন্ন স্থানে ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক ছিটান এবং একাধিকবার নিজ হাতে শহরকে ধুয়ে পরিষ্কার করেন তিনি। টানা লকডাউনে সাধারণ মানুষ যখন কর্মহীন হয়ে আর্থিক সংকটে ভোগে, তখন খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছেন তিনি। কোন অসহায় পরিবারের খোঁজ পেলে তিনি খাবার প্যাকেট নিয়ে হাজির হতেন। দুঃস্থদের টানে ছুটে চলা এ উপজেলা চেয়ারম্যান আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। সুস্থ হয়ে পুনরায় ছুটে বেড়িয়েছেন মানুষের দুয়ারে।
এর ধারাবাহিকতায় চলতি লকডাউনেও অসহায় দুঃস্থদের পাশে রয়েছেন তিনি। রমজান এবং ঈদকে সামনে রেখে সাধারণ লোকজনের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। প্রতিদিন ইফতারের আয়োজন করেছে জেলা যুবলীগের কার্যালয়ে। ‘হঠাৎ পথে দেখা’ লোকজন এ আয়োজনের অতিথি। দলীয় নেতাকর্মীদের সাহায্য সহযেগীতায়ও পাশে থাকেন এ যুবলীগ নেতা।
এছাড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চলতি বরো মৌসুমে সহযোগীদের সাথে নিয়ে খেতের ধান কেটে ঘরে তুলে দেন সালাহ উদ্দিন টিপু।
সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। আপনারা প্রধানমন্ত্রী ও উপজেলা যুবলীগের নেতাকর্মীদের জন্য দোয়া করবেন। মানবিক সংগঠন লক্ষ্মীপুরের যুবলীগ। জেলার প্রত্যন্ত এলাকাতেও যুবলীগের নেতাকর্মীরা অসহায়দের জন্য কাজ করছে।