রুহুল সরকার, রাজীবপুর প্রতিনিধি:
রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থিত বর্ডার হাটে ক্রেতা কার্ড নবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবায়ন বঞ্চিত ক্রেতারা।
আজ সোমবার (১৯ জুন) উপজেলার শিশু পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন নবায়ন বঞ্চিত ক্রেতারা।
এসময় নবায়ন বঞ্চিত ক্রেতারা অভিযোগ করে বলেন, শুরু থেকে ২ হাজার ৬৪০ জনের ক্রেতা কার্ড থাকলেও পরে নবায়ন করা হয় ছয়শত কার্ড ধারীকে।সে সময় অনেকটা গোপনে নতুন কর্ড নবায়ন করা হয়েছে।তাই বেশিরভাগ মানুষ নবায়ন করতে পারে নি।নতুন করে এবছর আবারও কার্ড নবায়ন করা হচ্ছে। আমাদের দাবি নতুন নবায়নে পুরোনো কার্ড ধারী দের নবায়নের সুযোগ দেওয়া হোক। আমাদের দাবি না মানা হলো আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
সমাবেশে বক্তব্য রাখেন রাজীবপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুস সবুর ফারুকী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া,যুবলীগের সভাপতি আজিবর রহমান মাষ্টার,রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সদস্য সচিব শিপন মাহমুদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এসে আন্দোলনরত ক্রেতা কার্ডধারীদের আশ্বাস দিয়ে বলেন, আমি ডিসি স্যার এর সাথে কথা বলেছি। আপনাদের কি চাওয়া আমাকে লিখিত আকারে দিন আমি স্যারকে পাঠাবো।
পরে আন্দোলনকারীরা ক্রেতারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করে।
এমআই