মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'এন্ট্রোপ্রিনয়রশীপ এন্ড লিডারশীপ ডেভলপমেন্ট ক্লাব (ইএলডিসি)' কর্তৃক আয়োজিত 'চান্স ফর চেইঞ্জ' নামক একটি ধারাবাহিক লাইভ শো'র আয়োজন করতে চলেছে।
১১ মে (মঙ্গলবার) রাত ৯ টায় সাইকা রেজওয়ানা নূরের সঞ্চালনায় অনুষ্ঠানটি ডিজিটাল প্লাটফর্মে প্রথম পর্বের মাধ্যমে শুভ পথচলা শুরু করবে৷।
অনলাইন জগতে উদ্যোক্তারা বেশ কিছু সুবিধা-অসুবিধা, প্রতিবন্ধকতা, সমস্যা, প্রচারহীনতা, ব্যর্থতা এবং সফলতার চড়াই-উৎরাই পার করে চলেছে প্রতিনিয়ত। এসব গল্প অনুপ্রেরণা হয়ে থাকে নতুন উদ্যোক্তাদের জন্য৷
আর এই গল্প শুরু হবে 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়'-এর পরিচিত এবং সফল উদ্যোক্তাদের অন্যতম দু'জন ব্যক্তি 'রাতুল পিওল (প্রতিষ্ঠাতা পরিচালক- ময়ূরাক্ষী)' এবং 'তানজি নীলিমা (প্রতিষ্ঠাতা পরিচালক- ত্রিমাত্রিক)'র মাধ্যমে। উদ্যোক্তাদের এ গল্পগুলো নতুন উদ্যোক্তা তৈরির মশাল হতে পারে বলে বিশ্বাস করে 'ইএলডিসি'৷
এ সম্পর্কে ইএলডিসি'র ফাউন্ডার এন্ড কনভেনর মোহাম্মদ জহির রায়হান বলেন, 'ধারাবাহিক শো টি চলমান উদ্যোক্তাদের পরিচিতি এবং নেটওয়ার্কিং বৃদ্ধিসহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের ব্রান্ডিং এর ক্ষেত্রে নতুন সূচক হিসেবে পরিলক্ষিত হবে।'
বর্তমানের ডিজিটাল প্লাটফর্ম গুলো উদ্যোক্তাদের যেমন সুযোগ করে দিচ্ছে সহজে সবার নিকট পৌঁছে যাওয়ার, ঠিক তেমনই প্রতিযোগিতার বাজার দিন-কে-দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে নবীনদের জন্য। যে পথ দিয়ে সফলরা হেঁটে এগিয়ে চলেছেন সে পথের গল্পগুলোই আমরা শুনবো 'চান্স ফর চেইঞ্জ'-এর মাধ্যমে৷
উল্লেখ্য, ২০২০ সালের ১০ জুন জহির রায়হানকে আহ্বায়ক এবং ফয়সাল হাসানকে সদস্য সচিব করে ইএলডিসি'র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সময় জার্নাল/ইএইচ