মাহবুবুল হক খান, প্রতিনিধি দিনাজপুর:
অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ প্রত্যাহারের দাবিতে দিনাজপুর জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের অর্ন্তভুক্ত দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে এই কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২২ জুন-২০২৩) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ধর্মঘট শ্রমিকের প্রতিবাদের সর্বশেষ অধিকার। আলাপ আলোচনার সমস্ত দরজা বন্ধ হলেই কেবল মাত্র তারা ধর্মঘট আহবান করে থাকে। শ্রমিক সংগঠনগুলোর দীর্ঘদিনের লড়াইয়ের ফলে অর্জিত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার পায়তারা করছে সরকার। অত্যাবশ্যক পরিষেবা বিলের মধ্য দিয়ে ধর্মঘট নিষিদ্ধ করে মালিকদের সুরক্ষা আর শ্রমিকদের অধিকার সংকুচিত করতে চায় তারা। বক্তারা অবিলম্বে অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবি জানান। শ্রমিক শোষণের স্বার্থে শ্রমিকের অধিকার কেড়ে নেয়ার যে বিল সেটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
বিক্ষোব সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহবায়ক ও স্কপ‘র সদস্য সচিব এ্যাড. মেহেরুল ইসলাম, জাতীয় শ্রমিক জোটের আহবায়ক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কিবরিয়া হোসেন, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাদাকুল বারী সাদা, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাবুব আলম ভাগিনা।
এমআই