জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে জবানবন্দি দেন তিনি।
এর আগে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় চেয়ারম্যান বাবুকে। বিকেল সাড়ে ৫টায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, গত ১৮ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। শুক্রবার রিমান্ড শেষে দপুর দেড়টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়। পরে বাবু জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল্লাহ পিয়াসের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।
এমআই