মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচনে মো. সাইফুল্লাহ্ সভাপতি ও মো. শামীম শেখ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৩ জুন ২০২৩ (শুক্রবার) দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৩-২০২৬ মেয়াদী) নির্বাচনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় জেলা বেকারী মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. নুরুল ইসলাম (৪) মো. সাইফুল্লাহ্কে ও শামীম শেখ প্যানেলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন-সভাপতি মো. সাইফুল্লাহ্, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর জামান রবি, সহ-সভাপতি মো. আইয়ুব আলী শেখ, মো. সফিউল্লাহ্ খান শুকলা ও মো. দেলোয়ার হোসেন তুহিন, সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. বাহাউদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সিরাজী, কোষাধ্যক্ষ অঙ্কুর কুমার সরকার, কার্যকরী সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. মজনু হোসেন ও মো. জিয়াউল হক।
ফলাফল ঘোষণার সময় দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি জর্জিস আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআই