সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
সিনেট সিন্ডিকেটসহ মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪০ তম সিনেট সভা থেকে ওয়াক আউট করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আট জন সিনেট সদস্য।
শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চলমান সিনেট অধিবেশন চলাকালে বিকাল ৪ টা ১২ মিনিটে ওয়াক আউট করেন তারা।
বাজেট অধিবেশন চলাকালে উপাচার্যের ভাষণের পর 'পয়েন্ট অব অর্ডারে' সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, আপনি উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়াদোত্তীর্ণ পর্ষদের নির্বাচনের উদ্যোগ নেয়া হয়নি।'
এসময় উপাচার্য তাঁকে আলোচনার সময় বিষয়টি উত্থাপনের অনুরোধ করেন। জবাবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এ সদস্য সচিব অধ্যাপক সেলিম বলেন, 'আমি পয়েন্ট অব অর্ডারে কথা বলছি৷ এটা আমার অধিকার৷ আপনি বলেছেন পর্যায়ক্রমে সকল পর্ষদের নির্বাচন দিবেন। কিন্তু উদ্যোগ নেননি। এর প্রতিবাদে আমি আমার পক্ষভুক্ত সিনেট সদস্যদের নিয়ে ১০ মিনিটের জন্য ওয়াক আউট করছি।'
এসময় পাশে বসে থাকা রেজিস্টার্ড গ্রাজুয়েট ক্যাটাগরির সিনেট সদস্য মো. মোতাহার হোসেন মোল্লা উত্তেজিত কন্ঠে তাকে বলেন, 'আপনি ফাজলামো করেন? বেয়াদবি করেন? আপনি কেন এই কথা বলবেন?' উপাচার্য সকলকে শান্ত থাকার অনুরোধ করেন। পাশ থেকে সিনেট সদস্যরা তাঁকে নিবৃত্ত করেন।
এসময় বাংলা বিভাগের অধ্যাপক শামিমা সুলতানা বলেন, 'মাননীয় উপাচার্য এটা কোন দলীয় জায়গা না। ওনাকে (মোতাহার হোসেন মোল্লা) ক্ষমা চাইতে হবে৷ আমরা অসম্মানিত বোধ করছি৷ ওয়াক আউট আমাদের অধিকার৷ এটা একটা সভাকক্ষ। আমি অনুরোধ করছি পাশ থেকে এ ধরণের কথা না বলার জন্য।'
এসময় উপাচার্য বলেন, 'আপনি ৭৩ এর এক্টে দেখেন পরবর্তী উত্তরাধিকার না আসা পর্যন্ত সিনেট সদস্যরা বহাল থাকবেন।'
অধ্যাপক শামিমা বলেন, 'আইনে সেটা বলা আছে। তবে আপনি নির্বাচন দেননি। ভার্বেটিম রিপোর্টেও একই কথা বলা হয়েছে। ওনার বক্তব্যের জন্য যেন ক্ষমা চাওয়া হয়৷ আমি সে অনুরোধ করছি।'
শোক প্রস্তাবের পর দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, 'ওয়াক আউট একজন সিনেটরের অধিকার। এখানে আরেকজন সিনেটর যেভাবে আক্রমণ করলেন তা কাম্য নয়৷ আমরা ধরে নিচ্ছি এটা একটা ভুল বোঝাবুঝি৷ নির্বাচন তো আইনের প্রশ্ন না। এটা নৈতিকতার প্রশ্ন। এর প্রতিবাদে আমরা ১০ মিনিটের জন্য ওয়াক আউট করছি।'
এসময় বিএনপি পন্থী সিনেট সদস্যরা ওয়াক আউট করে সভাকক্ষ বেরিয়ে যান৷ এসময় ওয়াক আউট করেন অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. কামরুল আহসান, ব্যরিস্টার শিহাব উদ্দিন খান, অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক মো. সোহেল রানা, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক শামীমা সুলতানা এবং সাবিনা ইয়াসমিন।
উল্লেখ্য, শনিবার বিকাল তিনটায় শুরু হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ তম সিনেট অধিবেশন চলছে৷
এমআই