সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট পাস হয়েছে। এবারের বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে ৫ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের ১ দশমিক ৮৮ শতাংশ। গতবছর এ খাতে বাজেট ছিলো ৪ কোটি ৪২ লাখ টাকা।
শনিবার (২৪ জুন) সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৪০তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাস হয়। উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম সিনেটরদের উপস্থিতি ও সম্মতিক্রমে এ বাজেট পাস করেন।
এবারের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রাপ্ত ২৫৭ কোটি ১৩ লাখ টাকার অনুদান এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে ২২ কোটি টাকা আয় হবে বলে বলা হয়।
বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন-ভাতা খাতে। এই খাতে ব্যয় হবে ১৭ কোটি ২৯ লাখ টাকা, যা মোট বাজেটের ৫৯ দশমিক ৫৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) ব্যয় বাবদ ৫৬ কোটি ৫ লাখ টাকা, যা মোট বাজেটের ১৯ দশমিক ০৫ শতাংশ এবং তৃতীয় অবস্থানে পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা।
এ বছর পেনশন ও অবসর সুবিধা খাতে ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৩৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৪ কোটি ২ লাখ টাকা।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মধ্যে অন্যান্য ব্যয় বাবদ ৪ কোটি ১৮ লাখ টাকা, যন্ত্রপাতি খাতের ব্যয় বাবদ ৩ কোটি ৫৬ লাখ টাকা, যন্ত্রপাতি ক্রয় বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ ৫৫ লাখ টাকা এবং অন্যান্য মূলধন জাতীয় ব্যয় বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত অর্থবছরের মূল বরাদ্দ ছিল ২৭৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশোধিত বরাদ্দ ছিল ২৮৭ কোটি ১ লাখ টাকা। গত বছরের চেয়ে এবার মূল বরাদ্দ বেড়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা।
এমআই