ক্রীড়া প্রতিবেদক:
সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচামরার ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিলো বাংলাদেশ। প্রথমে গোল খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মালদ্বীপকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
এই জয়ে টুর্নামেন্টে সেমির আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজ জার্সিধারীরা। এখন 'বি' গ্রুপে লেবানন, বাংলাদেশ আর মালদ্বীপ তিন দলেরই ৩ পয়েন্ট করে। বাংলাদেশ আছে দুই নম্বরে।
স্বপ্নময় এক ম্যাচ খেলেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ৫১ ভাগ বল দখলে রেখে মোট ২০টি শট নেয় তারা, যার ৯টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৭ শটের মাত্র ২টি লক্ষ্যে রেখেও একটি গোল আদায় করে নেয় মালদ্বীপ।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। মালদ্বীপের হয়ে ১৭ মিনিটে গোল করেন হামজা মোহাম্মদ। ৪২ মিনিটে গোল শোধ করেন বাংলাদেশের রাকিব হোসেন। ৬৭ মিনিটে তারিক কাজী ও ৯০ মিনিটে গোল করেন শেখ মোরসালিন।
এমআই