রামু প্রতিনিধি:
রামু লম্বরীপাড়া দারুল কুরআন নুরানী একাডেমীর হিফজখানার আরো দুইজন শিক্ষার্থীকে হিফজুল কুরআনের প্রথম সবক প্রদান উপলক্ষে এক দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে নূরানী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে ফাযায়েল ও মাসায়েলে কুরবানী শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠান।
২৫ জুন (রবিবার) সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী। তিনি বলেন, শিশু সন্তানদের কুরআনুল কারীমের সহীহ তিলাওয়াত ও ইসলামের বুনিয়াদী তা'লীম দেয়ার ক্ষেত্রে পাড়া-মহল্লা, শহরে-নগরে গড়ে উঠা হিফজখানা ও নূরানী মাদ্রাসাগুলোর অবদান অনস্বীকার্য। তাই আলোকিত সমাজ ও আদর্শ জাতি গঠনে কুরআন-সুন্নাহর এ শিক্ষা বিস্তারে মু'মিন-মুসলমানদের একনিষ্ঠভাবে এগিয়ে আসতে হবে।
তিনি সল্প সময়ে নতুন এ হিফজখানা ও নূরানী একাডেমীর লেখা-পড়ার উত্তরোত্তর মানোন্নয়নে সন্তোষ এবং "ফাযায়েল ও মাসায়েলে কুরবানী" শীর্ষক প্রশ্নোত্তরে নূরানী বিভাগের কোমলমতি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ অংশগ্রহনে মুগ্ধতা প্রকাশ করেন।
সম্মানিত অভিভাবকবৃন্দসহ দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দারুল কুরআন নূরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
এলাকার প্রবীণ আলেমদ্বীন মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ হাসান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সাহিত্যকলি সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু।
শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অভিভাবকমন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ ওসমান গণি, খোরশেদ আলম, নজরুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, কবি শফিকুল ইসলাম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ রহিমুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী আবু তাহের, ছাব্বির আহমদ, ফয়েজ আহমদ, শিক্ষক মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোছাইন, মাওলানা হাফেজ মাহদী হাসান, মাস্টার এরশাদুল হক, অভিভাবক জাহেদ হোসাইন, ফরিদুল আলম, সাইফুল ইসলাম, কলিম উল্লাহ, নুরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সময় জার্নাল/এলআর