শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২৩ এর বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮৮ জন গবেষক। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৭৪ জন এবং শিক্ষার্থী ১৪ জন।
শুক্রবার (৩০ জুন) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়।
জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করেছে অ্যালপার ডগার নামে সংস্থাটি। এ তালিকার সর্বশেষ সংস্করণে বিশ্বের ২১৮ টি দেশের ২১,৯৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫১ হাজার ১৪ জন গবেষক স্থান পেয়েছেন।
তালিকায় প্রকাশিত গবেষক ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি অবশ্যই খুবই আনন্দিত। অবশ্য আমি দায়িত্ব নেওয়ার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইমেজ বাড়াতে যেভাবে উন্নতমানের জার্নালে প্রকাশনার জন্য দৃঢ় প্রচেষ্টা চালিয়েছি, যেমন শিক্ষকদের প্রমোশন, নিয়োগ এর ক্ষেত্রে উচ্চমানের প্রকাশনাকে আমি একমাত্র গুরুত্ব দিয়েছি, তাতে আজকের এই সাফল্য প্রত্যাশিত ছিল।'
তিনি আরো বলেন, 'ভালো প্রকাশনার জন্য নিজেদের তহবিল দিয়ে অ্যাওয়ার্ড চালু করেছি, দেশের অনেক লিডিং বিশ্ববিদ্যালয় আমাদের এই স্ট্রাটেজিগুলো অনুসরন করছে। আমার নেওয়া পদক্ষেপগুলো চালু থাকলে ক্রমাগত আমাদের ইমেজ বাড়তে থাকবে। এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিডিং বিশ্ববিদ্যালয় হবে।'
উল্লেখ্য, ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিগত বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। অ্যালপার ডগারের নিজস্ব ওয়েবসাইটে গত ১ এপ্রিল ২০২৩ সংস্করনে নতুন এই তালিকা প্রকাশিত হয়।
এমআই