নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখীদের নীল কমল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সারাদেশ থেকে হলদে পাখী কার্যক্রমে প্রতিযোগিতার মাধ্যমে ১৬ জন এই অ্যাওয়ার্ড পায়।
বেইলী রোডে গাইড অডিটরিয়ামে এই অনুষ্ঠানে গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করেন।
তিনি বড় পরিসরে এমন অনুষ্ঠানের আশা ব্যক্ত করে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলদে পাখীদের এগিয়ে আসতে হবে।
এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, হলদে পাখী কমিশনার বেলা রানী সরকারসহ শিক্ষক, অভিভাবক ও এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর