অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজনগর (পুসার) এর নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পংকজ পাল এবং সদস্য সচিব হিসেবে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গিরিধারি দেব নয়নকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের সুদেপ পাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুপম মল্লিক আদিত্য, দীপ্ত দেব(শাবিপ্রবি), আদনান খাঁন (ঢাবি), শরীফ আব্দুল্লাহ (ঢাবি), আয়নুল ইসলাম (রাবিপ্রবি), রোহিত দেব (হাবিপ্রবি) ও পারভেজ খাঁন (শাবিপ্রবি)।
এছাড়াও সদস্য হিসেবে শামীমা ইয়াসমিন (চবি), রেদোয়ান নাসিফ (রাবি), আতিকুজ্জামান সাদি (বশেমুএএইউ), দেবারথী বসু (শাবিপ্রবি), তানিয়া আক্তার (ঢাবি)-কে মনোনীত করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে রংপুর মেডিকেল কলেজের সৈকত সোম ইমন এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজের রাজন দেবকে মনোনীত করা হয়েছে।
রাজনগর উপজেলাস্থ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং মেডিকেল এর শিক্ষার্থীদের একটি সাধারণ জায়গায় সমন্বিত করা এবং উপজেলাস্থ সকল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ এবং দিক নির্দেশনা দেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল গুলোতে ভর্তিতে সহায়তা করার লক্ষ্যে আমরা সকলে যথাসাধ্য চেষ্টা করে যাবো।
সময় জার্নাল/এলআর