রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’দফা বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’দফা বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দুই দফায় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের ঢাকা সফরের আলোচনার মাঝেই প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হলো। যদিও দুই দফায় বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আলোচনায় কোন কোন বিষয়গুলো ছিল, তা জানা যায়নি। এমনকি এ নিয়ে দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

গতকাল বুধবার (৫ জুলাই) ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। পরে দেড় ঘণ্টাব্যাপী দুই দফায় বৈঠক করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। পরে সেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। পরে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। পৌনে এক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠক শেষ হয় দুপুর ১২টা ২৮ মিনিটে।

যদিও বৈঠকের আলোচনার বিষয়ে এখনো দুই পক্ষের কারও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঢাকায় ফেরার পর বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের আগে ইইউ রাষ্ট্রদূতের বাসায় পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। ওইদিন সকালে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ১২টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা যোগ দেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক কূটনীতিক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সপ্তাহে ইইউর প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল ঢাকা আসবে। প্রতিনিধি দলটির কার্যক্রম ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে চা-চক্রে আলোচনা হয়েছে।

ইইউ রাষ্ট্রদূতের বাসায় চা চক্রে যোগ দেওয়া অন্যরা হলেন– ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপি, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইজফ্রিড রেংলি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ক্রিস্টোফার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে অ্যাসিস বেনেতিজ সালাস, জার্মানির উপরাষ্ট্রদূত জ্যান জেনোভস্কি, জাপানের উপরাষ্ট্রদূত তাতসুয়া মাচিদা, সুইডেন দূতাবাসের কাউন্সিলর জ্যাকব ইতাত, ইতালির উপরাষ্ট্রদূত মাতিয়া ভেন্তুরা, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা সাইমন লিভার ও নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত ম্যাটথিজিস জেল উডস্ট্রা।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান এমন রাজনৈতিক পরিস্থিতির মাঝেই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের ঢাকা সফরের কথা জানা গেছে। এর মাঝেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দফায় বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল