চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও বাতিসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র, দিনমজুর ও অসহায় ৫৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘ফালগুনকরা চ্যারিটি অর্ডার’ নামের সংগঠন।
এ উপলক্ষে বুধবার দুপুরে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মফিজুর রহমান, মেম্বার ইব্রাহিম হোসেন, উপজেলার আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক নিজাম চৌধুরী, মাস্টার হাফেজ আহম্মেদ, যুবলীগ নেতা রতন মোল্লা, বাদল ভুঁইয়া, সমাজ কর্মী সালেহ চৌধুরী ও জাবেদ মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এদিকে সুষ্ঠুভাবে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন ফালগুনকরা চ্যারিটি অর্ডার সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল জলিল চৌধুরী জামাল।
সময় জার্নাল/এসএ