মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসীকে অতিরিক্ত মুল্য এবং নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০জুলাই) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা পৃথকভাবে অভিযান চালিয়ে নির্ধারিত মুল্যের চেয়ে বেশী মুল্যে ঔষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নির্ধারিত ধারায় নলছিটি হাসপাতাল রোডস্থ মেসার্স শেফা ড্রাগ হাউজকে ৬ হাজার টাকা, এবং নিষিদ্ধ ঔষুধ ফার্মেসীতে রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় মেসার্স নলছিটি মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় এই দুই ফার্মেসীতে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ অভিযান চলাকালে নলছিটি থানার একটি চৌকস পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এ দিকে ভ্রাম্যমাণ আদালত আসার এমন সংবাদ ছড়িয়ে পড়লে মুহুর্তেই অসাধু ব্যবসায়ীরা দোকান তালাবদ্ধ করে সটকে পড়ে।
এমআই