ক্রীড়া প্রতিবেদক:
হোম সিরিজে স্পিনের ফাঁদ পেতে বড় বড় দলকে হারিয়েছে বাংলাদেশ। গত মার্চেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে। তবে টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, বাংলাদেশ এখন কন্ডিশনের ফায়দা নেওয়া সেই দল নেই।
সিলেটে আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই ম্যাচের জয়ের আশার কথা জানিয়ে সাকিব বলেছেন, সিলেটের কন্ডিশন দুই দলের জন্যই সমান হবে।
সিলেটের কন্ডিশন নিয়ে প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেছেন, ‘দুই দলের জন্যই কন্ডিশন সমান। এমন দল আমরা নয় যে, কন্ডিশনের ফায়দা নিতে হবে। যেকোন কন্ডিশনে (দল এখন) মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারে। ওমন মাইন্ড নিয়ে যেন সামনে যেতে পারি। উইকেট নিয়ে দলের কেউ তেমন কথা বলিনি। আমি আর কোচ যা একটু বলেছি। আর কেউ এখনও উইকেটের কাছেও যায়নি।’
বাংলাদেশ দল পেস আক্রমণে ভালো করছে। তবে চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডে ম্যাচ মুস্তাফিজ-হাসানদের তেমন ভালো যায়নি। আবার স্পিন আক্রমণেও সাকিব-মিরাজরা ছন্দে আছেন। ব্যাক আপ বোলাররাও ভালো। যদিও দলের বোলিং আক্রমণ খুব লম্বা তাও মনে করেন না সাকিব।
তিনি বলেছেন, ‘অবশ্যই ভালো, আমাদের (বোলিংয়ের) দুই ডিপার্টমেন্টই ভালো করছে। সকলে অবদান রাখছে। দল সব দিকে ভালো করলে (প্রতিপক্ষ) আমাদের স্পিন কিংবা পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট দেবে না। আপনারা বললেন অনেক বোলার আছে। আসলে না। দু’জন ইনজুরিতে পড়লে আর কিন্তু বোলার নেই। এই ১৫-২০ জনের দলটার ফিট থাকা খুব দরকার।’
আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজ হচ্ছে বর্ষার মাস আষাঢ়ে। সিলেট দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল। দুই ম্যাচেই তাই বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। বিষয়টি মাথায় নিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে হাথুরু-সাকিব জুটির। ২০ ওভারের ম্যাচটা বৃষ্টিতে ১৫, ১০ এমনকি ৫ ওভারেও নেমে আসতে পারে। ওই পরিস্থিতি মাথায় নিয়েই খেলতে হবে বলে জানিয়েছেন সাকিব।
এমআই