নিজস্ব প্রতিবেদক:
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ কেনা শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে ঝটিকা সফর করে গেলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।
আজ শনিবার সকাল ১০টায় হজরত শাহজালাল বিমানবন্দরে ব্যক্তিগত উড়োজাহাজে করে বাংলাদেশ আসেন আদানি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় যান সাড়ে ১০টার দিকে। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করেন। জানা যায়, প্রায় আধা ঘণ্টার মতো গৌতম আদানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন।
আদানির এই ঝটিকা সফর প্রকাশ পায় গৌতম আদানির এক টুইটে। আজ বেলা ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গৌতম আদানি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত বোধ করছি। যারা করোনা মহামারির মধ্যেও কাজ শুরু করে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে নিয়ে এসেছে; আমি ভারত ও বাংলাদেশের সাহসী সেই দলকে স্যালুট জানাই।’
আদানির সফর নিয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা ১ হাজার ৬০০ মেগাওয়াটের আদানির বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি এসেছে।’
এই সাক্ষাৎকারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিদ্যুৎসচিব কেউ উপস্থিত ছিলেন না।
১১টার একটু পর আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
এমআই