নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় পারভীন সুলতানা (৬০) নামে এক নারী আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় সাখাওয়াত হোসেন হিমেল (৪১) নামে তার সহকারী আইনজীবী আহত রয়েছেন।
রোববার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইনজীবীর ভাই ফরিদ বলেন, আমার বোন তার সহকর্মী আইনজীবীকে নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাসা সূত্রাপুর মোহনদাস লেনের কাগজীটোলায়। বাবার নাম মৃত আবুল হোসেন। আমার বোন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসচালককে আটক করে করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।
সময় জার্নাল/এলআর