এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। মন্ত্রী বুধবার(১৯ জুলাই) দুপরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে এ নির্দেশ দেন।
নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে খারইখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখকে(৭০) উপজেলা পরিষদ এলাকায় একদল দুর্বৃত্ত লাঞ্ছিত করে। ঘটনার বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ফোনে খোঁজ খবর নেন। তিনি ঘটনাটি তদন্ত করে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত হওয়ার জন্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি আমিরুল আলম মিলন ২০১৩ সাল থেকে চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমি(শাহজান শেখ) জামুকায় অভিযোগ দায়ের করেছি। সে কারনে এমপির লোকজন আমাকে লাঞ্ছিত করেছে। তারা আমাকে ধরে নিয়ে গুম করতে চেয়েছিল’।
এমআই