সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক পরিবার। উপজেলার আমতৈল, রজনীলাইন, পুরানঘাট, বড়ছড়া, মাহারাম ও চাঁনপুর গ্রামে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে বংশ পরম্পরায় এসব পরিবার ঈদ উদযাপন করে আসছেন বলে খবর পাওয়া গেছে। আমতৈল গ্রামের শিক্ষক জহিরুল ইসলাম, মতিউর রহমান, রজনীলাইন গ্রামের স্থানীয় ইউ/পি সদস্য সিদ্দিক মিয়া জানান, আমতৈল মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদে আজ সকাল ১০টার দিকে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও আমতৈল গ্রামের বাসিন্দা মােছাম্মদ স্বপ্না আক্তার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামের সাতকানিয়া থানার মীর্জা কিল শরীফের কাদেরিয়া তরিকার ভক্ত-আশেকান তাঁদের পূর্ব পুরুষগণ। উত্তরসূরি হিসেবে একই নিয়মে একদিন আগে রোজা, তারাবির নামাজ ও ঈদ উদযাপন করেন তাঁরা। আজ ঈদের জামাত আদায় করা হয়েছে। তবে ঈদুল আযহা দেশিয় প্রথায় উদযাপন করা হয়।
তিনি বলেন, আমতৈল, পুরানঘাট, রজনীলাইন, চাঁনপুর, মাহারাম গ্রামের অন্তত দুই শতাধিক পরিবার তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে ঈদের জামাতে মিলিত হন। আমতৈল গ্রামের জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জানিয়েছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চত করেছেন।
সময় জার্নাল/ইএইচ