সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি :
করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জয়পুরহাটে একশত পঞ্চাশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জয়পুরহাট জেলার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ মে) সকালে শহরে মাতৃভূমি অটিজম সেন্টার চত্বরে কর্মহীন ও হতদরিদ্র মধ্যে (চাল, সেমাই, চিনি,দুধ) এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী তুলে দেন জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী।
এসময় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃসরদার রাশেদ মোবারক জুয়েল, জয়পুরহাটে মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃআশিক আহমদ জেবাল,জয়পুরহাট জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী করোনা কালীন এই সময়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহব্বান জানান এবং পেশায় সেবা, চেতনায় মানবতায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জয়পুরহাটে মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আশিক আহমদ জেবাল বলেন করোনাভাইরাস পরিস্থিতিতে হআমরা আমাদের ঈদ আনন্দটা গরীব দুঃখী মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমরা এই ঈদ উপহার সামগ্রী বিতরণের ব্যাবস্থা করেছি। আর এর জন্য আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।
সময় জার্নাল/ইএইচ