সর্বশেষ সংবাদ
জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নাম্যান্ট
সময় জার্নাল ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ ভেঙে পড়েছে।সমাবেশের মূল কার্যক্রম শুরুর আগে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এক সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের একজনের পা ভেঙে গেছে ও একজনের পা মচকে গেছে। আহতদের মধ্যে বেসরকারি বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার ও ছাত্রদলের কর্মী নাঈম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রামপুরা এলাকার বাসিন্দা ছাত্রদলের নাঈম হাসপাতালে সংবাদিকদের বলেন, তিনি মঞ্চের পেছনের দিকে ছিলেন। হঠাৎ সেটি ধসে পড়ে।ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে। তখন মূল সমাবেশের আগে মঞ্চে গণসংগীত পরিবেশন করা হচ্ছিল। মাইকে নেতারা বারবার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও কেউ শোনেনি। একপর্যায়ে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে। এ দুর্ঘটনার কিছুক্ষণ পর বিকাল ৩টার কিছুক্ষণ আগে জনসমাবেশস্থলে আসেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এদিকে মঞ্চ ভেঙে পড়ার পর ছোট একটা পিকআপ ভ্যান এনে সেটিতে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। তাতে কয়েকটি চেয়ার ও ডায়াস স্থাপন করা হয়। পরে পিকআপের অস্থায়ী মঞ্চের চেয়ারে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাবেশের সভাপতি ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এসএম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল