স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ১৫ অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আর এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে দুই দেশের সমর্থকদের মাঝে।
এই ম্যাচের দিনক্ষণ ঘোষণার পর থেকেই আহমেদাবাদের সব হোটেল রুম ভাড়া হয়ে গিয়েছে। ৫০ হাজার থেকে ১ লাখ রূপির রুমগুলোও ফাঁকা নেই।
যার কারণে হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে ইচ্ছুক, কিন্তু থাকার জায়গা পাননি, এমন সমর্থকেরা নিরুপায় হয়ে স্টেডিয়ামের আশেপাশে থাকা হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করছেন! যেন তারা সেখানকার বেড ভাড়া নিতে পারেন!
তবে এতে একের ভেতর দুই কাজ হবে সমর্থকদের। একইসাথে রাত কাটাতে পারবেন তারা, আবার নিজেদের স্বাস্থ্য পরীক্ষাও করে নিতে পারবেন হাসপাতাল থেকে। ব্যয়বহুল হোটেলের খরচ অনেকাংশেই বেঁচে যাবে এতে।
ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে মুম্বাই এবং দিল্লি থেকে আহমেদাবাদের ফ্লাইটের খরচ বেড়েছে ৬ গুণ পর্যন্ত। ১৫ হাজার থেকে ২২ হাজার রূপিতে বিক্রি হচ্ছে একেকটি টিকেট।
এমআই