নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কম্বোডিয়ায় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেখানে বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই খবরে অনেকে আনন্দিত।’
তিনি বলেন, ‘এখানে বিরোধী দল অংশ না নিলে কার অপরাধ? আমরা তাদের সাহায্যও বন্ধ করে দিয়েছি। এত দিন যার মুখ-চোখ শুকিয়ে গিয়েছিল, এখন আবার গলায় পানি এসেছে। ফখরুলের গলায় এখন অনেক পানি। দেখতে মনে হয় অনেক ভালো মানুষ, অথচ মুখে এত বিষ!’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সীমান্ত থেকে বিএনপির অস্ত্র আনার খবর পাওয়া যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খবর পাচ্ছি, সীমান্ত থেকে অস্ত্র কিনছে তারা (বিএনপি)। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটি ঘাঁটি। আগ্নেয়াস্ত্র এনে তারা মজুত করছে। তারা জানে, গণশক্তি জনশক্তি নয়। তারা মনে করে, অস্ত্রশক্তি হলো আসল শক্তি। যারা অস্ত্র দিয়ে ক্ষমতায় আসে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। তবে আওয়ামী লীগ সতর্ক থাকবে, কেউ সংঘাত করতে এলে প্রতিহত করা হবে।’
জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল বলে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়।’
শোকের মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ যখন শোকের মাসের কর্মসূচি দিতে যায় বিএনপি এবং কিছু মিডিয়া এটাকে পাল্টাপাল্টি কর্মসূচি বলে।’ তিনি যেকোনো দিবস বা অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ সকল শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য অভিযাত্রা করব। পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দিব না। তাদের হাতে দেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, উন্নয়ন কিছুই নিরাপদ নয়।’
এমআই