শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় আকাশ হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার উজ্জ্বল মিয়ার ছেলে।
স্থানীয় জানান, মঙ্গলবার দুপুরে ওই কিশোর নানার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বড়খাতায় বাড়ির দিকে আসছিল।
এ সময় নীলফামারীর ডিমলা-হাতীবান্ধা সড়কের রমনীগঞ্জের একটেল টাওয়ার এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক আকাশকে ধাক্কা দেয়।
এ সময় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথম উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আল আকসা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এমআই