নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বারিধারায় সিসাবার খুলে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন আলোচিত ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধান। সেখানে অভিযান চালিয়ে সেলিমসহ ৯ জনকে গ্রেফতার করল পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সিসাবারটিতে অভিযান শুরু করে গুলশান থানা পুলিম। সেই অভিযান চলে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।
তিনি জানান, পুলিশের কাছে খবর আসে সেলিম প্রধান সিসাবার খুলেছেন এবং বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসার ব্যবসা পরিচালনা করছেন। পরে সেখানে রাতেই অভিযান চালানো হয়।
আল আমিন হোসাইন জানান, ‘অভিযান শেষ হয় ভোর চারটার দিকে। পরে সেখান থেকে ৬.৭ কেজি সিসা, সাতটি স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।’
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সেলিম প্রধানের স্পা ও বিউটি পার্লারে ভিআইপিদের আসা-যাওয়া ছিল। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলন ও ভারতীয় গরু চোরাচালানের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এর পাশাপাশি রূপগঞ্জ থানায় ২০২৪ সালে দায়ের করা চাঁদাবাজির মামলা এবং চলতি বছরের মার্চ মাসে ভাঙচুর ও লুটপাটের মামলাও বিচারাধীন রয়েছে।
এর আগে ক্যাসিনো কাণ্ডের ঘটনায় ২০১৯ সালে সেলিম প্রধান গ্রেফতার হন। সে সময় তার বাসায় অভিযান চালিয়ে বিপুল বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, সিসা ও অবৈধভাবে সংগ্রহ করা হরিণের চামড়া উদ্ধার করে র্যাব।
এরপর সেলিমের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ একাধিক মামলা হয়। সেই মামলায় দীর্ঘদিন জেলেও ছিলেন। ৫ আগস্টের পর তিনি জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে আবারও নানা অবৈধ কর্মকাণ্ড শুরু করেন।
এমআই