এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
দেশব্যাপি জামায়াত-বিএনপি জোটের ‘তারুণ্যের সমাবেশ’র নামে বিশৃংখলা সৃষ্টি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক মাহফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অধ্যক্ষ আব্দুল হাই খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান ও সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল।
অন্যান্যেন মধ্যে বক্তৃতা করেন রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান রিপন তালুকদার, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম ঝন্টু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, মাহবুবুর রহমান শিকদার, পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের ও আকন হাবিবুর রহমান।
বক্তারা বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক চক্র গণতান্ত্রিক অধিকারের নামে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকল ধরণের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে’।
সময় জার্নাল/এলআর