আসাদুজ্জামান, ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ( ডিআইইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন ব্যাচের মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে পেরিয়ে বিভাগের ৪৭তম ও ৫১তম ব্যাচ ফাইনালে উত্তীর্ণ হয় এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫১ ব্যাচ জয়ী হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বক্কর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় ৪১তম এ ব্যাচ এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের তাদের শৃঙ্খলামূলক ব্যবস্থার জন্য বিশেষ ধন্যবাদ প্রদান করা হয়।
এমআই