শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পরিস্থিতি পর্যবেক্ষণ: বিকেলে জরুরি সভা

শনিবার, জুলাই ২৯, ২০২৩
পরিস্থিতি পর্যবেক্ষণ:  বিকেলে জরুরি সভা

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ শনিবার সকাল থেকে এক দফা দাবিতে বিএনপির চলমান কর্মসূচি পর্যবেক্ষণ করছে। দলটির কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে টিভি মনিটরিং-এর মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিরোধীদের চলমান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

শনিবার বিকেল কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যৌথসভায় আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল