মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলামসহ বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩০জুলাই) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ অভিযানে জামালপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু, সদস্য শহিদুর রহমান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মুক্তা, মৎসজীবি দলের যুগ্ম-আহ্বায়ক সাহেব আলী ও যুবদল নেতা সিরাজসহ ১৩জন নেতাকর্মী রয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘আটককৃত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুেদ্ধে নাশকতার মামলা দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সময় জার্নাল/এলআর