সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ তরুণ লেখক ফোরামের ২০২৩-২৪ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী হাসান মজুমদার সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার (৩১ জুলাই) সংগঠনটির উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মারজুকা রায়না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তারা আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী তাদেরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টা বরাবর পেশ করতে হবে।
কমিটির নব মনোনীত সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আমাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।'
উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২৩ জুলাই। বর্তমানে দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে। তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করার পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারেও কাজ করে আসছে।
এমআই