সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে জামায়াত-শিবির সন্দেহে পুলিশ ৩৪ জন পর্যটককে আটক করেছে। তারা সকলেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও সাবেক শিক্ষার্থী।
পুলিশ সুপার মো. এহসান শাহ্ জানান, সোমবার সন্ধ্যার মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে। তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।
জানা যায়, রোববার বিকেলে পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরে পর্যটক হিসেবে যাওয়া ৩৪ জনের একটি দল সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে। পরে সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদী পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকদের সকলেই বুয়েটের শিক্ষার্থী যার মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছে। ওই শিক্ষার্থীদের সঙ্গে পর্যটনের নৌকার দুইজন স্টাফকেও আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, আটকরা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে করা হচ্ছে সবাই ইসলামী ছাত্রশিবিরের দ্বারা মোটিভেটেট।
এমআই