নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাতক আসামি তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি রায়ের দিন ধার্য রয়েছে আজ বুধবার। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত বিকেল এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও বিএনপি সমর্থিত আইনজীবীরা মুখোমুখি অবস্থান করছে।
সরেজমিনে দেখা যায়, এ সময় তারা মুখোমুখি দুই দলের স্লোগান দেন। একপর্যায়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হুইসেল বাজিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
এদিকে এ রায় ঘিরে আদালত প্রাঙ্গণে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাভাবিক সময়ে চেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এমআই