নিজস্ব প্রতিবেদক:
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১২ কেজিতে ১৪১ টাকা বাড়ার ফলে আগস্ট মাসে গ্রাহককে প্রতি কেজিতে প্রায় ১২ টাকা বেশি গুনতে হবে যা জুলাই মাসের তুলনায় ১৪ শতাংশ বেশি। জুলাই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৯৯৯ টাকা। আগের মাসের তুলনায় দাম কমেছিল ৭৫ টাকা।
আজ বুধবার বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডার গ্যাসের এই দাম নির্ধারণের ঘোষণা দেন। ঘোষিত নতুন দর আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানান মো. নূরুল আমিন।
এমআই