স্পোর্টস ডেস্ক:
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। ৩ আগস্ট, বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের ইন্ডোরে ‘ইয়ো ইয়ো’ টেস্ট দিয়েছেন ক্যাম্পে থাকা খেলোয়াড়েরা। যেখানে সর্বোচ্চ ১৯.৫ নম্বর পেয়েছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭ নম্বর। ‘ইয়ো ইয়ো’ টেস্টের মান ধরা হয়েছিলো ১৮.৬।
তিন দিনের মেডিকেল ক্যাম্প শেষের পর; বৃহস্পতিবার বিশের অধিক খেলোয়াড় এই টেস্টে অংশ নেয়। তিন ধাপে খেলোয়াড়েরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শান্ত ছাড়াও উনিশের বেশি পেয়েছেন তরুণ পেসান তানজীম হাসান সাকিব ও মেহেদি হাসান মিরাজ। সাকিব ১৯.৩ ও মিরাজ ১৯.২। সর্বনিম্ন উঠেছে ১৬.৫।
‘ইয়ো ইয়ো’ টেস্ট পরীক্ষা শেষে সন্তুষ্ঠি প্রকাশ করেছেন জাতীয় দলের ট্রেনার নিক লি। তিনি গণমাধ্যমকে বলেন, “সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা ইনজুরিতে ছিল অথবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল”
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় ক্যাম্পে যোগ দেননি এখনো তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, শরিফুল ইসলাম। এছাড়াও বিশ্রামে আছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
এমআই