শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

তারেক ও তার স্ত্রীর সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির সমাবেশ

শুক্রবার, আগস্ট ৪, ২০২৩
তারেক ও তার স্ত্রীর সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির সমাবেশ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগষ্ট-২০২৩) বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা যুবদলের সভাপতি আব্দুল মােন্নাফ মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হিরা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উথরাইল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি প্রমূখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজা বাতিলের দাবি জানান। 

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ নওশাদ আলী, আলহাজ্ব সোলায়মান মোল্লা, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, আ ন ম বজলুর রশিদ, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলি চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতুসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গত বুধবার (২ আগস্ট-২০২৩) তারেক রহমানকে দণ্ডবিধির দুই ধারায় ৯ বছর এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান।

কারাদণ্ডের পাশাপাশি তারেককে ৩ কোটি ও জোবায়দাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২ কোটি ৭৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারক।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল