বিশষ প্রতিবেদন :
শনিবার সকাল ১০টায় হাড়িসর্দার বাজার সংলগ্ন কোমাল্লায় বিলকিছ আলম পাঠাগারের আয়োজনে ঈদ পরবর্তী সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আড্ডায় উঠে আসে, সাহিত্য সংস্কৃতিবান মানুষের কলমে মহামারিতে মানবিক ও সমাজের প্রকৃত সংকট ফুটে উঠে । তাই সময়কে জানতে ও বুঝতে বই পড়ার ওপর গুরুত্ব অত্যাধিক।
সাহিত্য আড্ডায় সভাপতি হিসেবে ছিলেন পাঠাগারের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক এমদাদ উল্লাহ, ছাত্রনেতা রণজিৎ সাহা রনি, মাওলা মোবারক বিন নুরুল আলম। সঞ্চালনা করেন কাজী মইন উদ্দিন। স্বাগত ভাষন দেন বিলকিছ আলম পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও গবেষক ইমরান মাহফুজ।
সৃজনশীল পাঠক ও শিক্ষার্থীদের মধ্যে বই নিয়ে কথা বলেন সাইফুল ইসলাম সুমন, রিয়াদ হোসেন, আবদুল লতিফ আরিফ, মোহাম্মদ জাকির, শাহাদাত হোসেন অপু, আবদুল হালিম, রাকিবসহ আরো অনেকে।
সময় জার্নাল/ইএইচ