চাকরি ডেস্ক:
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সহযোগী কর্মকর্তা পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় বেতন-ভাতা সুবিধা। এছাড়া থাকছে সপ্তাহে ২ দিনের ছুটির ব্যবস্থাও।
পদের নাম: সহযোগী কর্মকর্তা (যোগাযোগ)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, মিডিয়া, যোগাযোগ, ব্যবসায় প্রশাসন, নৃ-বিজ্ঞান, নগর এবং আঞ্চলিক/গ্রামীণ পরিকল্পনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
কাজের ধরন: ওয়াটারএইডের ব্র্যান্ড মান বজায় রেখে প্রেস রিলিজ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইটের বিষয়বস্তু, ছবির গল্প, ডিজাইন করা নথি, এভি প্রোডাকশন এবং কৌশলগত উপস্থাপনাসহ বহিরাগত স্টেকহোল্ডারদের জড়িত করার জন্য বার্তা তৈরি করা।
অনলাইন মাধ্যমে প্রচার নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ার জন্য সৃজনশীল প্রচারাভিযান তৈরি করা। মিডিয়া ইভেন্ট আয়োজন, সাক্ষাৎকারসহ সংস্থা এবং মিডিয়া হাউসগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখা।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় লেখা-বলায় অভিজ্ঞতা থাকতে হবে। ক্যানভা, অ্যাডোব ইলাস্ট্রেটর বা পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যারগুলোতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেটা বিজনেস ম্যানেজার এবং অনলাইন অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগের স্থান: ঢাকা।
বেতন: নির্বাচিত প্রার্থীরদের জন্য আকর্ষণীয় প্যাকেজের বেতন ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফেস্টিভ্যাল বোনাস, জীবন বীমা ইত্যাদি।
আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট, ২০২৩।
এমআই