খালেদ হোসেন টাপু, কক্সবাজার
মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের সদ্য সাবেক নেতৃবৃন্দ এবং উপজেলা ইউনিট কমান্ডের সদ্য সাবেক নেতৃবৃন্দের লিখিত_সুপারিশ ক্রমে নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কক্সবাজার জেলা শাখার প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস'২৩ পালন উপলক্ষে নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও প্রস্তুতি সভা গত ৪ আগষ্ট রোজ শুক্রবার, বিকাল ৫ টায় #বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
জেলা সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন
যুদ্ধকালীন কমান্ডার ও জয় বাংলা বাহিনী ৭১ এর প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল হোসেন চৌধুরী,
সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,
সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী,
সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মাসুদ কুতুবী,
বীর মুক্তিযোদ্ধা নাছির আহমদ চৌধুরী,
বীর মুক্তিযোদ্ধা আল মামুন শামসুল হুদা,
বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন।
সাধারণ সম্পাদক মোঃ সুজন তাহের চৌধুরী'র সঞ্চালনায় সন্তান কমান্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মো: সাইফুর রহিম শাহিন, সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, সহ-সভাপতি নাজির হোসাইন বাহাদুর, সহ সভাপতি মুবিনুল হুদা চৌধুরী সোহাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর হাসান, সাংগঠনিক সম্পাদক সরওয়ার কবির জুয়েল,অর্থ, হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক সুমন কান্তি দাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবু সিদ্দিক, পৌর শাখার যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ চৌধুরী প্রমূখ। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি আবু সুফিয়ান রুমি,দপ্তর সম্পাদক শাহারিয়া বিন নাছির রিয়াদ,তথ্য ও গবেষনা সম্পাদক ,শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন বিষয়ক সম্পাদক বিপ্লব দাশ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক শংকর বড়ুয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাহেদ বক্স, সমবায় ও প্রকল্প বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নিরু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আরাফাত রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এম, আশরাফুল আজিজ সুজন, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হোসাইন মাহমুদ চৌধুরী, কার্যকরী সদস্য জুবাইদ মোহাম্মদ ইউসুফ,কার্যকরী সদস্য তন্ময় সুশীল বিশ্ব, কার্যকরী সদ্য তামজিদ উল হক, ফরহাদ করিম, আলী হোসেন, মোঃ রিয়াজ উদ্দিন, রাজীব ওয়ারেজ, নাজমুল কবির, দিলীপ বড়ুয়া, নূর উদ্দীন প্রমুখ।
এ সময় জেলা শাখার নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তারা যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট এর কর্মসূচী বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।
সময় জার্নাল/এলআর