এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্প-২ মুজিব বর্ষের উপহার চতুর্থ ধাপে বাগেরহাটের মোরেলগঞ্জে ৭৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন উপহারের ঘর।
বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ ধাপে অনুষ্ঠানিকভাবে উপহারের ঘর উদ্ধোধন করেন। এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলায় ৭৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ২ শতক জমির দলিলের টিকিট, দাখিলাসহ ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, পল্লীবিদুৎ ডিজিএম ওয়াদুত খন্দকার, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, মো. সাইফুল ইসলাম, রিপন চন্দ্র দাসসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
ঘর পেয়ে অনুভূতি ব্যক্ত করে স্বামী পরিত্যক্তা মঞ্জু বেগম, মালা বেগম, মিতু, হালদার, হেনা বেগম, সেলি বেগম, বৃদ্ধ সৈয়দ আলী হাওলাদার, আল আমিন খান, সাদ্দাম হোসেনসহ সুবিধাভোগী অনেকেই বলেন, এখন আর মানুষের দুয়ারে দুয়ারে থাকতে হবে না। স্বপ্নেও কখন ভাবেনি মাথাগোজার বাড়ি হবে। জন্মদাতা পিতা মাতা দিতে পারেনি আপন ঠিকানা। দিনমজুরী করে নদীর চরে দীর্ঘদিন বসবাস করতাম। ১০ বছর ধরে ফেনী শহরে কাজ করি। প্রধানমন্ত্রী জন্মভূমিতে দিয়েছেন স্বপ্নের ঠিকানা। তার জন্য দু’হাত তুলে দোয়া করি। তিনি যেনো আবারও প্রধানমন্ত্রী হতে পারেন। ঘর পাওয়া প্রতিটি পরিবারের এ যেন চাঁদের ঘরে সুর্যের হাঁসি ফুটেছে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, এ উপজেলায় এ পর্যন্ত ৪৬৬ টি পরিবার গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার দেওয়া হয়েছে। চতুর্থ ধাপে ৭৯ টি পরিবার পেলেন ঘর। মোটস ৫১৬ টি ঘর পর্যায়ক্রমে পাচ্ছেন সুবিধাভোগীরা।
এমআই